Logo

অপরাধ    >>   বাংলার সৌরভ’ ট্যাংকারে দগ্ধ একজনের মৃত্যু: ঘটনার তদন্তে গঠন করা হলো কমিটি

বাংলার সৌরভ’ ট্যাংকারে দগ্ধ একজনের মৃত্যু: ঘটনার তদন্তে গঠন করা হলো কমিটি

বাংলার সৌরভ’ ট্যাংকারে দগ্ধ একজনের মৃত্যু: ঘটনার তদন্তে গঠন করা হলো কমিটি

চট্টগ্রাম বন্দরের অবস্থানরত রাষ্ট্রীয় মালিকানাধীন তেলবাহী জাহাজ ‘বাংলার সৌরভ’ এ বিস্ফোরণের ঘটনায় নৌপরিবহন ও বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন শোক প্রকাশ করেছেন। তিনি দুর্ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

শনিবার (৫ অক্টোবর) নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় বাংলাদেশ শিপিং করপোরেশনের এম টি বাংলার সৌরভ জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে আগুন লেগে যায়। প্রায় চার ঘণ্টার চেষ্টায় নৌ বাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

উপদেষ্টা দুর্ঘটনার পর দ্রুত আটকে পড়া নাবিকদের উদ্ধার ও আগুন নেভানোর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন এবং রাতভর দুর্ঘটনা পরবর্তী কার্যক্রম মনিটরিং করেন। জাহাজটিতে ৪৭ জন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে, কিন্তু সমুদ্রে ঝাঁপ দিয়ে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা করা হয়।

এক শোকবার্তায় উপদেষ্টা নিহতের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি শোকাহত পরিবারের সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন।

উপদেষ্টা দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালককে কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert